প্রকাশিত: Thu, Dec 21, 2023 8:35 PM আপডেট: Tue, Jul 1, 2025 10:22 PM
[১]সাতক্ষীরার তালায় পাখিসহ শিকারের সরঞ্জামাদি উদ্ধার
এম এ মান্নান, তালা (সাতক্ষীরা): [২] সাতক্ষীরার তালা উপজেলার শাহপুর বিল থেকে পেশাদার পাখি শিকারি মৃতঃ মহিউদ্দিন মোড়লের পুত্র সাহিদ মোড়লের কাছ থেকে পাখিসহ পাখি ধরার সরঞ্জাম উদ্ধার করেছে ঢাকা বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিট ও স্বেচ্ছাসেবী সংগঠন ওয়াইল্ড লাইফ মিশন ও সেভ ওয়াইল্ড লাইফ।
[৩] মঙ্গলবার সকাল ৭টা দিকে তালার শাহপুর বিল থেকে পাখিসহ পাখি ধরার ফাঁদ উদ্ধার করা হয়। এ বিষয়ে সেভ ওয়াল্ড লাইফ এর সভাপতি ইমরান হোসেন জানান, আমরা গোপন সংবাদের মাধ্যমে জানতে পারি শাহাপুর বিলে ফাঁদ পেতে পাখি শিকার করছে , তাৎক্ষণিক আমরা ঘটনাস্থলে উপস্থিত হই তবে শিকারি আমাদের দেখে দৌড়ে পালিয়ে যায়। আমরা ফাঁদ ও ফাঁদে বাঁধা পাখিসহ শিকারীর বাড়িতে যাই, যেয়ে দেখি তার বাড়িতে পাখি জবাই করে মাংস রান্নার প্রস্তুতি চলছে।
[৪] আমাদের উপস্থিতি টের পেয়ে বাড়ি থেকে সবাই পালিয়ে যায় এবং জবাই করা পাখি উদ্ধার করি। পরবর্তীতে স্থানীয় ইউপি সদস্য মোঃ ইয়াসিন হোসেনের উপস্থিতিতে প্রাথমিকভাবে তাকে সাধারণ ক্ষমা করা হয ও লিফলেট বিতরণ করে মানুষকে সচেতন করা হয়। এবং উদ্ধার করা পাখি ও পাখি শিকারীর ব্যবহৃত সরঞ্জাম নিয়ে উপজেলা নির্বাহী অফিসার আফিয়া শারমিনের বাসভবনে যায়।
[৫] সবশেষে উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে বাসভবনের সামনে প্রকৃতিতে উদ্ধার হওয়া পাখি অবমুক্ত করা হয় । উদ্ধার অভিযানে অংশগ্রহণ করেন, ঢাকা বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিট, স্কাউট মোঃ জসিম, সেভ ওয়াইল্ড লাইফ সভাপতি ইমরান হোসেন রিপন,ওয়াইল্ড লাইফ স্কাউট সেলিম হোসেন, জহর হাসান সাগর, জুয়েল, রেজওয়ান প্রমুখ।